Maa Lyrics By Tahsan

Bangla Lyrics May 21, 2016 6,193
Maa Lyrics By Tahsan

Song Maa Lyrics By Tahsan


শিরোনামঃ মা

কন্ঠঃ তাহসান

কথা-সুরঃ তাহসান


Maa Lyrics By Tahsan



তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা

ভালবাসার সুবিশাল মহিমা

তুমি একজন মমতা

তুমি সাহস তুমি আশা

পবিত্রতার একমাত্র ভাষা

মা ও মা আমারই মা

তুমি আমার প্রানের প্রিয় মা


তোমার যত্নে আমার শৈশব

তোমার আদর আমার কৈশোর

অলৌকিক আসাধারন !


সবার চোখে আমি যাই বা হই

তোমার চোখে তা নই ।

তোমার চোখে আমি সেই শিশুটি

তোমার আদরের আমি ।

মা ও মা আমারই মা

তুমি আমার প্রানের প্রিয় মা ।।