Mon Ronger Achor ( মন রঙের আঁচড় ) Lyrics - Tahsin Ahmed

Bangla Lyrics September 9, 2018 4,041
Mon Ronger Achor ( মন রঙের আঁচড় ) Lyrics - Tahsin Ahmed

MON RONGER ACHOR BY TAHSIN MP3 SONG LYRICS IN BANGLA :



মন রঙের আঁচড় ( তাহসিন আহমেদ ) লিরিক্স


MON RONGER ACHOR LYRICS BY TAHSIN AHMED : Presenting '' Mon Ronger Achor '' Bengali Song Lyrics in bangla.This Song is Sung By Tahsin Ahmed and Lyrics planned by Anwar Hossain Ador.This is a track from the Drama '' Batch 27 '' Featuring Mithila & Apurba.



SONG CREDITS :


Song : Mon Ronger Achor

Singer : Tahsin Ahmed

Lyric : Anwar Hossain Ador

Tune : Tahsin Ahmed

Music : Redwan

Telefilm : Batch 27

Cast : Mithila & Apurba

Director : Mizanur Rahman Aryan



][ MON RONGER ACHOR BY TAHSIN FULL LYRICS IN BANGLA ][



:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


বয়ে যায় ... সময় একেলা দূরে ,

থেমে যাই ভেবে তোমায়... ।


রয়ে যায়... মন রঙের সেই আঁচড়ে

তোমারই নাম লেখায় ।


দখিনে সে হাওয়ায় , বলে মন জানালায় ,

নাম না জানা কোন পর্দা পোড়া মায়ায় ।


তোমার মনের ঐ পথে ,

নেবে কি আমায় ডেকে ,

নরম রোদ আলো ছুঁয়ে ,

ছায়া হবো ... তোমার থেকে । - [ ২ বার ]


থেকে যাও এই আবেগে ,

হৃদয় অগোছালোয়,

কিছু লিখুক অকারন ... ।


ভেজা মেঘ , বালু স্রোতে ,

রাত্রি শিশির কালোয় ,

খুঁজুক ভোরের মন ।


আর আমার চোখে ,

ঘুম নামের কল্পনায়... ।

তবে নেমে আসুক ,

কোন নতুন বোনা কথায় ...।




তোমার মনের ঐ পথে ,

নেবে কি আমায় ডেকে ,

নরম রোদ আলো ছুঁয়ে ,

ছায়া হবো ... তোমার থেকে । - [ ২ বার ]


][ সমাপ্ত ][