আইসক্রিমের স্টিক দিয়ে ঘরে তৈরি করে ফেলুন দারুন ফটো ফ্রেম

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি May 15, 2016 5,194
আইসক্রিমের স্টিক দিয়ে ঘরে তৈরি করে ফেলুন দারুন ফটো ফ্রেম

চকবার, ললি আইসক্রিম খাওয়ার পর তার স্টিকটি কি করেন? ফেলে দিন, তাই তো? কিন্তু এই স্টিক দিয়ে ঘরে তৈরি করে ফেলতে পারেন দারুন ফটো ফ্রেম। ছবি রাখার জন্য ফটো ফ্রেম বেশ জনপ্রিয়। অনেকে ঘর সাজাতে ফটো ফ্রেম ব্যবহার করে থাকেন।


আইসক্রিমের স্টিক দিয়ে তৈরি ফটো ফ্রেম দিয়ে সাজিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় ঘরটি। এমনকি হুটহাট দাওয়াতের সহজ সমাধান হতে পারে দারুন এই ফটো ফ্রেম।




→যা যা লাগবে


- আইসক্রিম স্টিক

- আইকা

- স্টিকার/চুমকি/কৃত্রিম ফুল/ স্টোন/ পুঁতি ইত্যাদি


→যেভাবে তৈরি করবেন




১। প্রথমে একটি স্টিকের নিচে আরেকটি স্টিক রাখুন। তার উপর দুই কোণে দুটি স্টিক আইকা দিয়ে লাগিয়ে দিন।




২। এবার চারটি স্টিকের মাঝের অংশটুকু একটি স্টিক তারপর আরেকটি স্টিক দিয়ে কভার করে দিন।




৩। পুরোটি কভার হয়ে গেলে ফ্রেমের ডানপাশের শেষের স্টিকের উপর আরেকটি স্টিক আইকা দিয়ে লাগিয়ে দিন।


৪। ঠিক একইভাবে বামপাশে শেষের স্টিকের উপর আরেকটি স্টিক আইকা দিয়ে লাগিয়ে দিন।




৫। এখন দুটি স্টিক দিয়ে ফ্রেমের উপর ঘরের মত করে কোনাকোনিভাবে আইকা দিয়ে লাগান।




৬। এবার ঘরে মাথায় পছন্দের স্টিকার, ফুল অথবা সাইনপেন দিয়ে নিজের মত করে নকশা করে ফেলুন।


৭। ব্যস হয়ে গেল আইসক্রিম স্টিক দিয়ে তৈরি ফটো ফ্রেম।


৮। আপনি যদি চান আইসক্রিমের স্টিকগুলো রং করে নিতে পারেন, এতে ফটো ফ্রেমটি আরও কালারফুল এবং সুন্দর হবে।