ঘরের মাঝেই এক টুকরো মেঘ!

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি April 28, 2017 5,307
ঘরের মাঝেই এক টুকরো মেঘ!

ছবিটি হঠাৎ করে দেখলে মনে হতে পারে এক টুকরো ঝড়ো মেঘ, তাতে চমকাচ্ছে বিদ্যুৎ। আসলে কিন্তু এটা একটা ল্যাম্প! বেশ সহজলভ্য কিছু উপাদান দিয়ে এই ল্যাম্প তৈরি করে ফেলা যায় ঘরেই। আপনার ঘরটাকে নিমিষেই রহস্যময় আবেশে ভরিয়ে দিতে তুলনা নেই এই ডেকোরেশন পিসের। চলুন দেখে নিই কী করে আপনিও তৈরি করতে পারবেন ঘরের মাঝে এই মেঘ।


যা যা লাগবে

- কাগজের গোল চাইনিজ ল্যান্টার্ন ৩-৪টি

- অনেকটা তুলা

- এলইডি লাইট এক বাক্স

- হট গ্লু গান

- প্লাস্টিকের সুতো বা রক সুতো

- একটি লাঠি

- সিলিং থেকে ঝুলিয়ে নেবার হুক


যা করতে হবে

১) প্রথমেই গোল পেপার ল্যান্টার্নের গায়ে গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে নিন। এর সাহায্যে তুলো আটকে নিন ল্যান্টার্নের গায়ে। কয়েকটি ল্যান্টার্নের গায়ে এভাবে তুলো আটকে মেঘের আকৃতি দিন।


২) সিলিং এর হুকের সাথে আটকে দিন লাঠিটি। এরপর এর সাথে প্লাস্টিকের সুতো দিয়ে ঝুলিয়ে দিন ল্যান্টার্নগুলো।


৩) পছন্দমতো শেপ করে সাজিয়ে নিন তুলোর এই মেঘ। এরপর এর ভেতরে এলইডি লাইটের তার টেনে নিন। ল্যান্টার্নগুলোর সাথে আটকে দিন লাইট। নিচে যেন কিছুটা ঝুলে থাকে সেটারও ব্যবস্থা করতে পারেন।


এরপর ঘরের বাতি বন্ধ করে এই এলইডি লাইটের কানেকশন দিলেই জ্বলে উঠবে আপনার এই মেঘ।