বসন্ত মানেই রঙের ছড়াছড়ি সর্বত্র। ঝলমলে রঙের ফুল ফুটবে চারিদিকে। কিন্তু আপনার ঘরেও তো রং থাকা চাই! সময়ের অভাবে ঘরে ফুলের গাছ রাখতে পারেন না সবাই ইচ্ছে করলেও। আর কাটা ফুল কিছুদিন পর ফুলদানিতে নেতিয়ে পড়ে থাকবে, ঘরটাকে করে ফেলবে আরও মলিন। তারচাইতে খুব সহজে তৈরি করে নিন রঙ্গিন কাগজের এই ফুলগুলো। কাঁচি হাতে নিতান্ত আনাড়িও তৈরি করতে পারে এই ফুল। রঙ্গিন কাগজ ছাড়া আর তেমন কিছুই দরকার হবে না। চলুন দেখে নিই এই ফুল তৈরির উপায়টি।
যা যা দরকার হবে
- রঙ্গিন কাগজ
- কাঁচি
- আঠা
- কাঠি (ইচ্ছা)
যা করতে হবে
১) প্রথমে একটি চারকোনা কাগজে ছবির মতো করে স্পাইরাল বা ঘূর্ণি এঁকে নিন। এটা একেবারে নিখুঁত হবার কোনো দরকার নেই। এমনকি একটি আঁকাবাঁকা হলেই ভালো, ফুলটাকে প্রাকৃতিক মনে হবে।
২) এবার এই দাগ বরাবর কেটে নিন কাগজটাকে।
৩) কেটে নেবার পর কাগজের ফালি একদিক থেকে পেঁচানো শুরু করুন। প্রথমে টাইট করে পেঁচালেও পরে দেখবেন অত টাইট করে আর পেঁচানো যাচ্ছে না। তখন একটু আলগা করে নিন।
৪) পেঁচাতে পেঁচাতে কাগজের মাঝামাঝি এসে গেলে মাঝের গোল অংশটায় আঠা দিয়ে পেঁচানো অংশটা সেখানে শক্ত করে বসিয়ে দিন।
৫) ফুল তৈরির কাজ শেষ। এবার ইচ্ছে হলে ফুলের নিচে আঠা দিয়ে একটা কাঠি লাগিয়ে দিতে পারেন। এতে ফুলদানিতে রাখাটা সহজ হবে।
ফুলগুলোকে ফুলদানিতে রাখতে পারেন। অথবা দেয়ালে বা ফার্নিচারে আঠা বা টেপ দিয়ে আটকে দিতে পারেন। প্রতিটি ফুল তৈরিতে মাত্রে ৫ মিনিট লাগবে। এদের সবচাইতে ভালো গুণ কী জানেন? আসল ফুলের মতো এগুলো মরে যাবে না! পুরো বসন্ত জুড়েই রং ছড়াবে আপনার ঘরে।