যেভাবে নিজেই বানাবেন প্রাকৃতিক এয়ার কুলার

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি August 9, 2017 4,769
যেভাবে নিজেই বানাবেন প্রাকৃতিক এয়ার কুলার

প্রায়শই বৃষ্টি নামলেও ভ্যাপসা গরম কমেনি এখনও। এই গরমে প্রশান্তির জন্য চাই শীতল বাতাস। তবে সবসময় এয়ার কন্ডিশনার কিংবা এয়ার কুলার ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে। এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘসময় এয়ার কন্ডিশনারে থাকা অনুচিত। তবে কী করা যায়? তীব্র গরমে ঘর ঠাণ্ডা রাখতে এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন চমৎকার একটি পদ্ধতি।


• যেভাবে তৈরি করবেন এয়ার কুলার. . .


একটি প্লাস্টিকের বোতল নিন। বোতলের গায়ে কয়েকটি ছিদ্র করুন। এবার বোতল উল্টে নিচের অংশে কয়েক ইঞ্চি সমান করে কেটে ফেলুন।


বোতলে ছিদ্র করে নিন


তারের সাহায্যে হুক তৈরি করে টেবিল ফযানের পেছনের অংশে ঝুলিয়ে দিন বোতল। কয়েক টুকরা বরফ ফেলে দিন বোতলে। ফ্যান অন করুন আর উপভোগ করুন প্রাকৃতিক এয়ার কুলার!