প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলুন কিটি টব!

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি January 27, 2017 4,395
প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলুন কিটি টব!

পুরনো প্লাস্টিকের বোতল যেমন ঘরের জন্য আবর্জনা, তেমনি পরিবেশের জন্যও ক্ষতিকর। সৃজনশীলতা কাজে লাগিয়ে ঘরে জমে থাকা বিভিন্ন কোমল পানীয়ের বোতল দিয়ে তৈরি করে ফেলতে পারেন দৃষ্টিনন্দন গাছের টব। বারান্দা সাজানোর পাশাপাশি ইনডোর প্ল্যান্টের সাহায্যে ঘরের সৌন্দর্যও বাড়াতে পারবেন।


• জেনে নিন কীভাবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করবেন টব...


১। বোতলের উপরের লেবেল খুলে শুকিয়ে নিন।


২। পার্মানেন্ট মার্কারের সাহায্যে বিড়ালের আকৃতি এঁকে নিন। কানের অংশ দুটি খুব সাবধানে আঁকবেন।


৩। বিড়ালের আকৃতি অনুযায়ী কেটে ফেলুন বোতল।



৪। সাদা স্প্রে পেইন্টের সাহায্যে রং করে নিন কেটে ফেলা অংশ। রং যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্ডবোর্ড দিয়ে ঢেকে নিন চারদিক।


৫। মার্কার দিয়ে বিড়ালের মুখাকৃতির বাকি নকশা এঁকে নিন। গোলাপি মার্কার দিয়ে কান ও ঠোঁটের অংশ রং করুন।


৬। টবের ভেতর মাটি বা পানি দিয়ে পছন্দের গাছ রাখুন।