পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি May 15, 2016 3,522
পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কাবার্ডের এক কোনায়। তবে সেই পুরনো জিন্সের প্যান্ট থেকে নিমিষেই যে বানিয়ে ফেলা যেতে পারে খুব সুন্দর পার্স বা ব্যাগ, সেটা কি আমরা জানতাম? জানা না থাকলে আজই জেনে নিন। আপনাদের জন্য পদ্ধতিটি ধাপে ধাপে দেয়া হলো।


যা যা লাগবেঃ


- একটি পুরনো জিন্সের প্যান্ট

- কাঁচি

- সুঁই এবং সুতা

- কলম এবং স্কেল


পদ্ধতিসমুহঃ


- একটি পুরনো জিন্সের প্যান্ট নিয়ে ছবির মত কাঁচি রাখা জায়গা থেকে সমান করে দুটো অংশ কেটে নিন।




- প্যান্টের নিচের সেলাই করা আটকানো অংশটুকু কাঁচি দিয়ে কেটে ছাড়িয়ে নিন।




- এরপর প্যান্টটি উল্টিয়ে নিন। এর ভেতরের অংশে একটি কলম এবং স্কেল দিয়ে যতটুকু পর্যন্ত সেলাই করা যায় তততুকু পর্যন্ত সমান করে দাগ দিয়ে দাগের উপর দিয়ে ভালো মতো সেলাই করে নিন। সেলাই শেষে আবার উল্টিয়ে নিন।




- এখন ব্যাগের হ্যান্ডেল তৈরি করতে প্যান্টের নিচ থেকে কেটে ফেলা অংশদুটো নিন।




- প্রত্যেক অংশ থেকে ৪ ইঞ্চি প্রস্থ রেখে লম্বালম্বি ভাবে শেষ পর্যন্ত কাটুন।




- কাটা অংশ থেকে নিচের সেলাই করা মোটা অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিন যাতে সেলাই করতে সুবিধা হয়।




- এখন দুই পাশের কাপড় ভেতরের দিকে ভাঁজ করে ভালো মতো সেলাই করে নিন।




-সেলাই করা টুকরো দুটো ব্যাগের দুই পাশে ভেতরের দিক থেকে সেলাই করুন।




ব্যাস! বানানো হয়ে গেল জিন্সের ব্যাগ।




আপনি চাইলে আরও বড় ব্যাগ বানাতে পারেন। সেক্ষেত্রে প্যান্টের সাইজ আরও বড় হতে হবে। এছাড়াও ব্যাগে কালারফুল বোতাম বা ফিতা লাগিয়ে করে তুলতে পারেন আরও আকর্ষণীয়।


এরকম আরো একটি মজার পোস্ট


মিস করলে আপনার লস