কাগজের মালা

বাড়ি সাজাতে আজ শেখাব কাগজের তৈরী অসাধারণ একটি মালা ও ঘণ্টা তৈরির কৌশল।


যা লাগবেঃ


১/ হলুদ, সবুজ, লাল রংয়ের কার্ডর্বোড পেপার

২/ স্টেপলার

৩/ আইকা

৪/ পুতি

৫/ সুতা

৬/ কাঁচি


প্রথমে আমরা বেল বা ঘন্টা তৈরি শিখব-


হলুদ পেপারটিকে বৃত্তাকারে কেটে নিন। সুতায় নানা রংয়ের পুতি গেঁথে নিন। সুতা ও কাগজটিকে চিত্রের ন্যায় পেঁচিয়ে স্টেপলারের সাহায্যে আটকে দিন।




এবার আমরা পাতা তৈরি করব। একটি সবুজ কার্ডর্বোড পেপারকে চিত্রের ন্যায় ভাঁজ করে কেটে নিন। তিনটি পাতা এক করে স্টেপলারের সাহায্যে সংযুক্ত করুন। তার উপর তিনটি লাল রংয়ের পেপার ছোট বৃত্তাকারে কেটে আইকার সাহায্যে পাতার উপর লাগিয়ে দিন।

পূর্বে তৈরী ঘণ্টার সাথে পাতাগুলিকে আইকা বা স্টেপলারের সাহায্যে সংযুক্ত করুন।




পুরনো কাগজের প্যাকেট খুলে চিত্রের ন্যায় লম্বালম্বি ভাঁজ করে মুঁচড়ে নিন এবং গোল করে পুরো মালাটিকে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে নিন।




এবার সবুজ একটি পেপারের অর্ধেক অংশ কাঁচি দিয়ে ঘন করে কেটে নিন। সবুজ পেপারটি দিয়ে পুরো মালাটি মুড়িয়ে নিন, এতে আইকা ব্যবহার করুন।




সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখানে সোনালি রংয়ের রিবন ব্যবহার করেছি।


সর্বশেষ ঘণ্টাটি মালার সাথে যুক্ত করে দিন। ব্যাস তৈরী হয়ে গেল এবারের ত্রিসমাসে বাড়ি সাজানোর একটি উপকরণ।