ফুল - লুপিন (Lupinus sp)

পুষ্প কথন May 12, 2016 2,932
ফুল - লুপিন (Lupinus sp)

ফুলের নাম - লুপিন


বৈজ্ঞানিক নাম- Lupinus spp.


Fabaceae পরিবারের বিদেশি এই ফুল এখন আমাদের দেশের বাগান আলো করে ফুটছে। Lupinus গণে ২০০ এরও বেশি প্রজাতি আছে। এছাড়া বাগানে লাগানোর জন্য আছে হাইব্রিড জাত। নানা রঙের ফুল। গাছ সাধারণত ৪০-৮০ সেমি লম্বা হয়। পাতা করতলাকারে অনেকগুলি লতিতে বিভক্ত। ডালের আগায় লম্বা ডাঁটায় নিচ থেকে উপরের দিকে ক্রমাগত ফুল ফোটে।



তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা

ছবি- নেট