বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)| Baba (James, Prince Mahmud)

বাংলা লিরিক্স May 10, 2016 1,529
বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)| Baba (James, Prince Mahmud)

ছেলে আমার বড় হবে,

মাকে বলত সে কথা

হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়

নিজ হাতে খেতে পারতাম না,

বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,

কি করবি রে বোকা…

এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ

অজানা ঝড়ে তোমায় হারালাম

মাথায় আকাশ ভেঙ্গে পড়ল

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,

কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার

ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার

আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি

শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,

কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


Tag:

বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)