সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

ফুটবল দুনিয়া May 16, 2024 266
সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের বিমানে তারও চড়ার কথা ছিল। কথা ছিল আজ দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয়ারও। কিন্তু পরীক্ষার মঞ্চে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে না পারাতে দর্শক হয়েই বিশ্বকাপটা কাটাতে হবে মোহাম্মদ সাইফউদ্দিনকে।


আইসিসিকে পাঠানো প্রথম তালিকায় থাকলেও, জিম্বাবুয়ে সিরিজে আস্থার প্রতিদান দিতে না পারাতেই মূলত স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে বিসিবি বাংলাদেশের অধিনায়ক এবং কোচ ব্যাখ্যা দিয়েছেন।


এবার সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বুধবার মিরপুরে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন তিনি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’


অন্য এক প্রশ্নে পাপন বলেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মুস্তাফিজুর ও শরিফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’


এদিকে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। হাসানকে হঠাৎ দলে নেয়ার বিষয়ে বিসিবি সভাপতি জানান, ‘তারপরও আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’