বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যা বললেন সাইফউদ্দিন

ফুটবল দুনিয়া May 15, 2024 306
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যা বললেন সাইফউদ্দিন

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নির্বাচক থেকে অধিনায়ক সবাইকে যে প্রশ্নটার সবচেয়ে বেশি মুখোমুখি হতে হচ্ছে, সেটা হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কেন দলে নেই।


সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলে ফিরে বল হাতে আগুনে বোলিং করেছেন তিনি। যদিও সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। তবে এই সিরিজে সবমিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।


দীর্ঘদিন পর সাইফউদ্দিনের এমন ফেরাতে অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপ দলেও সুযোগ পাচ্ছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। শুধু তাই নয়, ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়নি এই ক্রিকেটারকে।


বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সাইফউদ্দিনকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা চললেও এই অলরাউন্ডার চুপই ছিলেন। তবে এবার বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাভ ইমোজি।


এদিকে সাইফউদ্দিনের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে হাথুরুসিংহকে বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’


একই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’