আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। যা চলবে ২৯ জুন পর্যন্ত। আসন্ন টি-২০ বিশ্বকাপকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।
আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে, ডালাস স্টেডিয়ামে।
এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। ম্যাচটি হবে রাত ৮টা ৩০ মিনিটে।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে ১৩ জুন। আর খেলাটি হবে সেন্ট ভিনসেন্টে, বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে, ১৬ জুন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।