আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

ফুটবল দুনিয়া May 15, 2024 275
আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

ডাবলিনে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের দেওয়া ১৭৯ রানের টার্গেট ছয় উইকেট আর তিন ওভার হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে সফরকারীদের জয়ের ভীত গড়ে দেন বাবর।দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান(৩৮ বলে ৫৬ রান) আজও ফিফটি তুলে বাবরকে যোগ্য সঙ্গ দিয়েছেন।


দাপুটে এ জয়ের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। আগের দুই ম্যাচের মতো না হলেও এদিনও আগে ব্যাটিংয়ে নামা আইরিশরা চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছিল।ওপেনার রস অ্যাডাইর(৭) দ্রুত ফিরলেও অধিনায়ক টাকার অ্যান্ডি বলবার্নিকে সঙ্গে নিয়ে দ্রত রান তোলেন।দুজনের ৪৯ বলে ৮৫ রানের ঝড়ো জুটিতে ১১তম ওভারেই দলকে ১০০ রান তুলে ফেলে আইরিশরা।


বলবার্নি(৩৫) টাকার এগিয়ে নিয়ে যান স্বাগতিকদের।তবে ৪১ বলে ৭৩ রান করে আইরিশ ক্যাপ্টেন ফিরতেই থেমে যায় রানের গতি।তার অসাধারণ ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও এক ছক্কায়।টাকার আউট হওয়ার পর শেষ ৩৮ বলে চার উইকেট হারিয়ে কেবল ৪৫ রান তুলতে পারে আয়ারল্যান্ড।


বল হাতে দারুণ নৈপুণ্য দেখান ম্যাচসেরা শাহিন আফ্রিদি। ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৭৮ রানের জবাব দিতে নেমে শুরুতে সাইম আইয়ুবের (১৪) উইকেট হারালেও পাকিস্তাননের খুব একটা অসুবিধা হয়নি।বাবর আজম ও রিজওয়ান মিলে দ্বিতীয় উইকেটে রান তুলতে থাকেন দ্রুত।


রিজওয়ান টানা দ্বিতীয় ফিফটিতে ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৬ রান।তবে দুজনের মধ্যে আগ্রাসী ভূমিকায় ছিলেন মূলত বাবর আজম। ৪২ বলে তার ৭৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়।৭৪ বলে এ দুজনের ১৩৯ রানের বিস্ফোরক জুটিতে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।


শেষ ৩০ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৩ রান।রিজওয়ান, বাবর ও ইফতেখার আহমেদ দ্রুত ফিরলেও পাকিস্তান তিন ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায়।


সূত্রঃ ইনকিলাব অনলাইন