টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার সময় জানাল বিসিবি

ফুটবল দুনিয়া May 13, 2024 220
টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার সময় জানাল বিসিবি

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টটিকে ঘিরে এরই মধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী ১৭ দল। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচের পরপরই বিশ্বকাপ দল ঘোষণার কথা ছিল বাংলাদেশের। এমনটি জানিয়েছিলেন বিসিবির নির্বাচক প্যানেলের দুজন কর্তা। তবে সেটি হয়নি, কথা ছিল আজ সোমবার হবে দল ঘোষণা। শেষ পর্যন্ত আজও হচ্ছে না টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা।


জানা গেছে, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ঘোষিত হবে বাংলাদেশের বিশ্বকাপের দল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।


যদিও এর আগে সোমবার দল ঘোষণার কথা উল্লেখ করেছিলেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ দেখতে এসে নির্বাচক প্যানেল, অধিনায়ক ও কোচিং স্টাফের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি।


পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে বিসিবি বস জানিয়েছিলেন, 'আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল (আজ) ঘোষণা করা হবে দল।'


দল ঘোষণা প্রক্রিয়ায় মূলত বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব। পুরোনো চোট সাইড স্ট্রেইনের সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় আছেন তারকা এই পেসার।


ইনজুরির আদৌ কি অবস্থা জানতে তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় বিসিবি। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।


এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি।’