শেষ টি-টোয়েন্টিতে হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

ফুটবল দুনিয়া May 12, 2024 198
শেষ টি-টোয়েন্টিতে হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ বল হাতে রেখেই ম্যাচটি জিতে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হারের পর প্রশ্ন উঠেছে এটা কী তবে ‘রিয়েলিটি চেক’ করার জন্যই পরাজয়? ত্রুটি খুঁজতেই কী তবে এই হারের প্রয়োজন ছিল?


নাজমুল হোসেন শান্ত অবশ্য সেটা মনে করেন না। বাংলাদেশের অধিনায়কের দাবি, তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সে কথাই জানালেন।


এই হারটা বাস্তবতা ধরিয়ে দেয় কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে তা মনে হয় না। শুরুতে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তারপর যেভাবে কামব্যাক হয়েছে তার দারুণ। যে রান আমরা পেয়েছি, আমার কাছে মনে হয় এই উইকেটের জন্য এটা যথেষ্ঠ ছিল। কিন্তু আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও বেশ কিছু ত্রুটি ছিল। যদি এগুলো না হতো, তবে ম্যাচটা আমরা জিততে পারতাম। পাশাপাশি রাজা ও বেনেট দারুণ ব্যাট করেছে। ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি।’


সিরিজের ৪-০ ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের সিরিয়াসনেসে তবে কী ঘাটতি ছিল? এমন প্রশ্ন উঠেছে। এই হারটার প্রয়োজন ছিল কিনা জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা সব ম্যাচে সিরিয়াস ছিলাম জয়ের লক্ষ্যে নেমেছি। হারা দরকার ছিল না। তবে ওরা ভালো খেলেছে।’


ম্যাচে বাংলাদেশ ১৫৭ রান করেছিল। তবে শুরুতে ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। মাত্র ১৫ রানেই হারায় টপ অর্ডারদের। যা ৯ বল হাতে রেখেই ৮ উইকেট বাকি থাকতে পেরিয়ে যায় জিম্বাবুয়ে। যা সিরিজে তাদের কাছে একমাত্র শান্ত্বনা। তবে এমন হারের পরেও কিছু কিছু ক্ষেত্রে তৃপ্তির ঢেকুর তুলছেন অধিনায়ক।


তৃপ্তির জায়গাটা জানিয়ে শান্ত বলেন, ‘সিরিজ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আমরা অনেকগুলো ক্লোজ ম্যাচ জিতেছি, রিশাদ পুরো সিরিজ ভালো করেছে। স্পিনাররা খুব বল ভালো করছে। রিশাদ, তানভীর মেহেদী দারুণ করেছে। আজ জাকের দারুণ খেলেছে। এসব ছোটো ছোটো জায়গা আমাদের তৃপ্তি দিচ্ছে।’


সিরিজে রান না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না। এর মধ্যেই ব্যাটসম্যানরা ভালো করার চেষ্টা করেছে। চট্টগ্রামে নতুন বলে খেলা কঠিন ছিল। তবে ব্যাটসম্যানদের অবারিত স্বাধীনতা ছিল। উইকেট বুঝে তারা ব্যাট চালিয়েছে। আমি প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি। তবে এই সিরিজ অতীত হয়ে গেছে। সামনের তাকিয়ে আছি।’


সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। তবে ভালো উইকেটে আমরা খেলা শুরু করেছি সদ্য। তবে এটা সময় লাগবে। ঘরোয়া ক্রিকেটসহ সব জায়গায় নিয়মিত ভালো উইকেটে খেললে একটা সময় উন্নতি হবে।’