এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। রোববার (২২ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদে ৩-২ গোলে হারায় ভিনিসিয়ুস-বেলিংহামরা।
ম্যাচের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ১৮ মিনিটে সমতা টানেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় বার্সা। ৬৯ মিনিটে ফেরমিন লোপেসের নৈপুণ্যে সফরকারীরা ফের এগিয়ে যাওয়ার মিনিট চারেক পর এবার রিয়ালকে সময়তায় আনেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা লুকাস ভাসকেস। আর শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন জুড বেলিংহ্যাম।
এই নিয়ে চলতি মৌসুমের তিন ক্লাসিকোর সবগুলোয় জিতল রিয়াল। গত অক্টোবরে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ঘুরে দাঁড়িয়ে বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল আনচেলত্তির দল। এরপর জানুয়ারিতে ভিন্ন প্রতিযোগিতায় আবারও মুখোমুখি হয় দল দুটি; স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতে মাদ্রিদের দলটি।
রুদ্ধশ্বাস ক্লাসিকোয় জিতে ১১ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তৃতীয় স্থানে জিরোনার পয়েন্ট ৬৮।
সূত্রঃ চ্যানেল ২৪