এবার জরিমানার পাশাপাশি নিষিদ্ধ হলেন রোনালদো

ফুটবল দুনিয়া April 10, 2024 711
এবার জরিমানার পাশাপাশি নিষিদ্ধ হলেন রোনালদো

ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়েই রেফারির সঙ্গে বাজে আচরণ করেন তিনি। এতে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়ে আল নাসরের এই পর্তুগিজ তারকাকে।


সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ম্যাচটি শেষের ৪ মিনিট আগে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে ধাক্কা দেন রোনালদো। রেফারির মনে হয়েছিলো, ইচ্ছা করেই বেশ জোরে আঘাত করেছেন তিনি। তাই রেফারি তাকে লাল কার্ড দেখান।


যদিও রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোনালদো। সেখানেই তার সঙ্গে ঝগড়া করে তিনি। পরে আন নাসরের কয়েকজন ফুটবলার তাকে শান্ত করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রেফারির মুষ্টিবদ্ধ হাত তুলে কি যেন দেখাচ্ছেন রোনালদো। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। শেষ পর্যন্ত ২-১ গোলে আল নাসরকে হারিয়ে আসরের ফাইনালে ওঠে আল হিলাল।


ম্যাচ শেষে রেফারি যে রিপোর্ট জমা দেন, তার উপর ভিত্তি করে রোনালদোকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে।


নিষেধাজ্ঞার কারণে রোনালদো সৌদি প্রো লিগে আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না।


সূত্রঃ অনলাইন