Irsha (ঈর্ষা) lyrics by Tahsan Album: Kothopokothon

Bangla Lyrics May 7, 2016 4,250
Irsha (ঈর্ষা) lyrics by Tahsan Album: Kothopokothon

Irsha (ঈর্ষা) lyrics by Tahsan Album: Kothopokothon


Title: Irsha (ঈর্ষা)

Singer/Vocals: Tahsan (তাহসান)

Album: Kothopokothon (কথোপকথন)


Irsha Lyrics


দূরে তুমি দাঁড়িয়ে

সাগরের জলে পা ভিজিয়ে

কাছে যেতে পারি না

বলতে আজ পারিনা

তুমি আমার এখনো


সামনে তুমি দাঁড়িয়ে

কারো হাত জড়িয়ে

হাতটা ধরতে পারি না

কাছে টানতে পারি না

তোমার হাতে আজ অন্য কেউ


সাগরের পাড়ে হাত ধরে দেখছো

সূর্যডোবা আমি নেই

এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে

সে বৃষ্টির ফোঁটা আমি নই

জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে

সেখানে চাঁদটা নেই

এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা

আমার পাশে তুমি নেই


সেই তুমি আজ আমার কাছে

আমার স্মৃতি ফিরিয়ে দিতে

আমি আজ কাঁদব না

হয়তো দু‘এক ফোটা

তবু বলবোনা ভালোবাসি


কোন এক ছোট্ট মিথ্যা

মুছে দিয়েছে সব আমার

আমার দেওয়া ঘড়ির

সময় গুলো মোছেনি

তুমি রক্তাক্ত আমি অপরাধী


আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়

তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়

জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে

তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে"