ইন্টার মায়ামি বনাম ন্যাশভিলের ম্যাচের তখন ৬৭তম মিনিটের খেলা চলছিল। লিওনেল মেসির গোলে ব্যবধান কমিয়েছিল মায়ামি। তারপরই ঘটে ঘটনাটা। ন্যাশভিলের খেলোয়াড়েরা লুইস সুয়ারেজকে আটকাতে ব্যস্ত।
মেসির বেলাতেও একই কাজ করতে গিয়ে আর্জেন্টাইন মহাতারকার পায়ে আঘাত দিয়ে বসেন প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়। সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মেসির পক্ষ নিতে সুয়ারেজ জড়ান তর্কে। সঙ্গে মেসিও জড়ান বাকবিতন্ডায়। পরে জেরার্দো মার্তিনো বলেন, 'মেসি গডোয়ের মুখোমুখি ছিলেন এবং দুজনে একে অপরকে হাতের ইশারা এবং অন্য কিছু দিয়ে বেশ কয়েকটি কথা বলেছিলেন।
লিওনেলকে এই প্রথম নয়, এর আগেও এমন রেগে যেতে দেখা গিয়েছে। আরও কি, কিছুক্ষণ পরে তিনি একটি কিক পেয়েছিলেন যা লাল রঙের জন্য ছিল এবং তারা ভিএআরও নেয়নি। সেখানে প্রতিপক্ষ ও রেফারির ওপর বেশ রেগে যান এই আর্জেন্টাইন। লিওর জন্য ম্যাচটা মোটেও শান্ত ছিল না।'
ম্যাচ শেষে মার্তিনো বলেন, 'ম্যাচ শেষে মেসি ক্লান্ত ছিল, কিন্তু সবকিছু ঠিক আছে। আমরা রাইট ব্যাকের সাথে ইম্প্রোভাইজ করতে যাচ্ছিলাম এবং সে কারণেই আমরা পাঁচজনের একটি লাইন বেছে নিয়েছিলাম। রেদোন্দো সঠিক খেলা খেলেছে, মিডফিল্ডে তীব্রতা নিয়ে, এটা বুসিকে সাহায্য করেছে।'
তিন যোগ করেন, 'আমরা আমাদের অধ্যবসায়ের জন্য পুরস্কৃত হয়েছি, ন্যাশভিলের বিপক্ষে ম্যাচগুলি সর্বদা কঠিন, আমরা ফিরতি ম্যাচের জন্য ভাল অবস্থানে আছি।'
মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, 'আমি এই ফলাফলে সন্তুষ্ট। ম্যাচের শুরুতে আমরা অনেক ব্যর্থ হয়েছি, ৩-০ গোলে হারতে পারতাম, এটা অহেতুক ঝুঁকি ছিল।'
সূত্রঃ দেশ রূপান্তর