পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য করল ইন্টার মায়ামি; কিন্তু ধারার বিপরীতে দুই গোলে এগিয়ে গেল ন্যাশভিল। দুই গোলে পিছিয়ে পড়া দলকে লিওনেল মেসি পথ দেখালেন চোখ ধাঁধানো গোলে। আর ম্যাচের অন্তিম সময়ে গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করলেন লুইস সুয়ারেস।
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ন্যাশভিলের মাঠে ২-২ ড্র করেছে মায়ামি।
ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে গোলের উদ্দেশে ১২টি শট নেয়ে মায়ামি। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্রেফ ২৯ শতাংশ বলের দখল ছিল ন্যাশভিলের অনুকূলে। ছয়টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা।
ম্যাচের চতুর্থ মিনিটে জ্যাকোব শেফালবার্গের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিল। ৫২তম মিনিটে চোখ ধাঁধানো গোলটি করেন মেসি।
ডি বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে বল চেয়ে নেন আর্জেন্টাইন তারকা। বাঁ পায়ের উঁচু বাঁকানো শটে বল লক্ষ্যে পাঠিয়ে দেন রেকর্ড আটবারের বর্ষসেরা। ঝাপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
মায়ামির হয়ে চলতি মৌসুমে চার ম্যাচে মেসির এটি চতুর্থ গোল। একটি অ্যাসিস্টও আছে বিশ্বকাপজয়ী মহাতারকার।
৮৫তম মিনিটে জালে বল পাঠায় স্বাগতিকরা। কিন্তু ভিএআরের সহায়তায় গোল দেননি রেফারি। আর ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সের্হিও বুসকেতসের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে হারের হাত থেকে রক্ষা করেন সুয়ারেস।
সূত্রঃ ইনকিলাব অনলাইন