আসন্ন কোপা আমেরিকা শেষেই অবসরে যাবেন বলে আগেই জানিয়ে রেখেছেন ডি মারিয়া। মেসিও আছেন ক্যারিয়ারের গোধূলি বেলাতেই, অবসর নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন না বলেই ধারণা করছেন অনেকে। এদিকে এই দুই তারকা অবসরের আগে আসন্ন প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে সেই গুঞ্জন আপাতত থামিয়ে দিয়েছেন ডি মারিয়া। এরই মধ্যে নিজের মতামত অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশচেরানোকে জানিয়েছেন তিনি। অন্যদিকে মেসি অলিম্পিকে খেলবেন কি না এখনও পরিষ্কার করেননি কিছুই বর্তমান ইন্টার মিয়ামির এই তারকা। সম্প্রতি দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন মাশচেরানো।
মাশচেরানো বলেন, ‘আমি লিওর সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করল। অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় বাকি আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।’
মেসির সিদ্ধান্তকে সম্মান করে সাবেক লিভারপুল তারকা মাশচেরান বলেন, ‘আমাদের বুঝতে হবে, লিও জানে যে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।...পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’
এদিকে অলিম্পিকে যেনো তরুণ ফুটবলারদের দলে জায়গা নিয়ে সমস্যা না হয়; যার জন্য এই সরে যাওয়া সিদ্ধান্ত ডি মারিয়ার। এ নিয়ে মাশচেরানো বলেন, ‘ডি মারিয়া আমার কলের প্রশংসা করেছেন, তবে প্যারিসে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। তাকে আমরা বাতিল করে দিয়েছি, ও তরুণ ফুটবলারদের জায়গা দিতে চায়।’