চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রোনালদোর আল নাসরের

ফুটবল দুনিয়া March 5, 2024 6,750
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রোনালদোর আল নাসরের

এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। হাজ্জাজ বিন জায়েদ স্টেডিয়ামে কাল রাতে আল আইনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে সৌদি আরবের ক্লাবটি।


সংযুক্ত আরব আমিরাতের দলটির বিরুদ্ধে কাল ম্যাচের ৪৪ মিনিটেই পিছিয়ে যায় নাসর। ৫ বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো মাঠে থাকলেও এদিন ছিলেন নিষ্প্রভ। একাধিক সুযোগ পেয়েও সেগুলো করেছেন নষ্ট।


উল্টো খেলার ৪৪ মিনিটে আল আইনের মরোক্কান ফুটবলার সুফিয়ান রাহিমি গোল করে এগিয়ে নেন দলকে। তাতেই লিড পায় দলটি।


বিরতিতে যাওয়ার আগে গোল হজম করেই যেন দিশাহারা হয়ে যায় আল নাসর। বাকিটা সময় গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল নাসর। কিন্তু পারেনি, শেষে ১-০ গোলের হার নিয়ে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।