আসন্ন কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এল সালভাদর, নাইজেরিয়ার ও গুয়াতেমালার নাম প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হলেও আরেকটি দলের নাম তখনও জানা যায়নি। অবশেষে জানা গেছে সেই দলটি ইকুয়েডর।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার কথা গত সপ্তাহে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি লিওনেল মেসির দল খেলবে আগামী জুনে।
এক বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এর আগে ২৩ মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা।
মার্চে হতে যাওয়া ম্যাচ দুটি অবশ্য শুরুতে চীনে খেলার কথা ছিল। যেখানে মেসিদের প্রতিপক্ষ ছিল আইভরি কোস্ট ও নাইজেরিয়া। তবে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে হংকংয়ে মেসির না খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভের কারণে বাতিল হয় আর্জেন্টিনার সফরটি।