দীর্ঘদিন পর মাঠে ফিরেই বার্সাকে জেতালেন রাফিনহা

ফুটবল দুনিয়া February 25, 2024 1,035
দীর্ঘদিন পর মাঠে ফিরেই বার্সাকে জেতালেন রাফিনহা

প্রায় দেড় মাস ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন রাফিনহা। দুই সপ্তাহ আগে মাঠে ফিরলেও দুই ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। আজ লা লিগায় গেতাফের বিপক্ষে নেমেছিলেন শুরুর একাদশেই। রাফিনহা গোল করলেন, করালেনও।


ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে গেতাফেকে।


ম্যাচের ২০ মিনিটে কুন্দের বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনহা। দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান রাফিনহা।


দ্বিতীয়ার্ধের শুরুতে জালের দেখা পান ফেলিক্স। ৫৩ মিনিটে আন্দ্রে ক্রিস্টেনসেনের ক্রসে থেকে ব‍্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ৬১ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ডি ইয়ং। এই গোলে দারুণ অবদান রাফিনহার। সতীর্থর পাস ধরে পায়ের কারিকুরিতে গোলকিপারকে এড়িয়ে কাট ব‍্যাক করেন ডি ইয়ংকে। ডাচ মিডফিল্ডার ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান।


ম্যাচের যোগকরা সময়ে বক্সের ঠিক বাইরে থেকে রকির শট কোনোমতে ফেরান গেতাফে গোলকিপার। ফিরতি বল পেয়ে গোল করেন ফেরমিন লোপেজ।


২৬ ম‍্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ ম‍্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম‍্যাচে ৬২ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ।