ধর্ষ*ণের দায়ে সাড়ে ৪ বছরের কারাদণ্ড ব্রাজিল তারকার

ফুটবল দুনিয়া February 22, 2024 1,823
ধর্ষ*ণের দায়ে সাড়ে ৪ বছরের কারাদণ্ড ব্রাজিল তারকার

৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার ছিল অনেকগুলো ট্রফিতে মোড়ানো, বিশেষ করে ক্লাব ফুটবলে। ক্যারিয়ারের একেবারে শেষদিকে এসে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ। অবশেষে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কঠিন শাস্তিই পেতে হলো। তবে তার আইনজীবী জানিয়েছেন— রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।



ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। শুধু জেলই নয়, অভিযোগকারী নারীকে ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দিতে হবে আলভেসকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার মতো।


গত ৫ ফেব্রুয়ারি মামলার শুনানি শুরু হয়। যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে আলভেজের কমপক্ষে নয় বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন বাদীপক্ষের আইনজীবী।


২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক যুবতীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। বার্সেলোনায় তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেস অবশ্য অভিযোগের বিপরীতে বারবার নিজের ব্যাখ্যা পাল্টেছেন। প্রথমে বলেছিলেন, ওই নারীকে তিনি চেনেনই না। এরপর বললেন, চেনেন তবে শুধু নাইটক্লাবে দেখা হয়েছে তাঁদের। এরপর আবার ব্যাখ্যা পাল্টে দাবি করেছেন, নাইটক্লাবের টয়লেটে তাঁদের মধ্যে যে যৌনসম্পর্ক হয়েছে, সেটা দুজনের সম্মতিতেই হয়েছে।


বাদীপক্ষের দাবি, আলভেসের সে দাবি মিথ্যা, ওই নারী বারবার যৌন সম্পর্কে অনিচ্ছা জানিয়ে সে জায়গা থেকে সরে যেতে চেয়েছিলেন।


এ মামলায় গত বছরের জানুয়ারিতে জেলে যেতে হয় আলভেসকে। কয়েকবার জামিনের আবেদন করলেও মঞ্জুর করেননি আদালত। অবশেষে মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হয়েছে।