দুটি নয় চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ?

ফুটবল দুনিয়া February 17, 2024 3,144
দুটি নয় চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ?

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখতে লড়বে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে চারটি ম্যাচ খেলবেন আলবিসেলেস্তারা । এসব ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ।


এরই মধ্যে ২০২৪ সালের দেড় মাসের মতো সময় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেনি। তবে বয়সভিত্তিক দল মাঠে নেমেই এনে দিয়েছে সুখবর। ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবারা। যেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকাদের। অবশ্য এ বছর আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা।


মার্চের ফিফা উইন্ডোতে নাইজেরিয়া ও আইভরি কোস্টের সঙ্গে প্রীতি ম্যাচের সূচি ছিল আর্জেন্টিনার। কিন্তু হংকংয়ে ইন্টার মিয়ামির প্রদর্শনী ম্যাচে মেসি না খেলায় শুরু হয় জটিলতা। বাতিল করা হয় আর্জেন্টিনার ম্যাচ দুটি। চীনে ম্যাচ দুটি বাতিল হওয়ায় ঝামেলায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু এবার শোনা গেল নতুন খবর।


দুটি নয়, কোপা আমেরিকার আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমনটিই জানিয়েছে। ম্যাচগুলোতে এখনও প্রতিপক্ষ নিশ্চিত না হলেও ধারনা করা হচ্ছে কনকাকাফ অঞ্চলের দুই হন্ডুরাস ও ইকুয়েডরে সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা।


আর বাতিল হওয়া ম্যাচ দুটির বদলে প্রতিপক্ষ ও ভেন্যু খুঁজছে আর্জেন্টিনা। সেক্ষেত্রে আফ্রিকা মহাদেশের দুটি দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারেন মেসিরা। তাদের প্রতিপক্ষ হতে পারে সম্প্রতি শেষ হওয়া আফ্রিকান নেশনস কাপের দুই ফাইনালিস্ট নাইজেরিয়া এবং আইভরি কোস্ট। কয়েকদিনের মধ্যেই এই সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু ও চিলি। এ ছাড়া কনকাকাফ অঞ্চলের একটি দলও থাকবে এই গ্রুপে।