শৈশবের ক্লাবের বিপক্ষে জিততে পারলেন না মেসি

ফুটবল দুনিয়া February 16, 2024 563
শৈশবের ক্লাবের বিপক্ষে জিততে পারলেন না মেসি

শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে এবার প্রীতি ম্যাচে মাঠে নামলেন লিওনেল মেসি। আবেগ আর ভালোবাসায় টাইটুম্বুর সেই ম্যাচে জিততে পারেনি কোনো দলই। মায়ামির ডিআরভি পিএসকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচটি ১-১ ড্র হয়।


ম্যাচটি মায়ামি কোজ জেরার্দো মার্তিনোর জন্যও ছিল পূনর্মিলনীর। নিওয়েলস ওল্ড বয়েজের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তাদের হয়ে লিগ জিতেছেন তিনবার, কোচ হিসেবেও লিগ জিতিয়েছেন ২০১৩ সালে।


ম্যাচকে ঘিরে নিওয়েলসের অনেক সমর্থক ভিড় জমায় ফ্লোরিডায়। মেসিকে নিয়ে চোট শঙ্কা থাকলেও মার্তিনো আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন শুরুর একাদশে থাকবেন আর্জেন্টাইন জাদুকর। টানেল দিয়ে মাঠে নামার আগে দুই দলের সমর্থকরাই মেসিকে করতালি দিয়ে স্বাগত জানায়।


৬০তম মিনিটে উঠে যাওয়ার আগে কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি ২০২২ কাতার বিশ্বকাপের মহানায়ক। ৩১তম মিনিটে ভালো জায়গা থেকে শট নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৬ মিনিট পর ফ্রি–কিকটাও পর্যাপ্ত বাঁকের অভাবে জালের দেখা পায়নি।


মেসির সঙ্গে এরপর তুলে নেওয়া হয় লুইস সুয়ারেস ও গ্রেসেলকে। এর চার মিনিট পর গোল পায় মায়ামি। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন।


৮৩তম মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে নিওয়েলসকে সমতায় ফেরান ফ্রাঙ্কো দিয়াজ। মায়ামির সান্ডারল্যান্ড ও সেইলর বল বিপদমুক্ত করতে পারেননি। এ সুযোগে ১২ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল হয়নি দিয়াজের।


এটি ছিল এমএলএস প্রাক–মৌসুমে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ। মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে মেসির দল, ড্র করেছে দুটি, জয় কেবল একটিতে।


আগামী বৃহস্পতিবার রিয়েল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর সকার লিগের নতুন মৌসুম শুরু করবে মায়ামি।


সূত্রঃ ইনকিলাব অনলাইন