শেষ মূহুর্তের গোলে আল-নাসরকে জেতালেন রোনালদো

ফুটবল দুনিয়া February 15, 2024 720
শেষ মূহুর্তের গোলে আল-নাসরকে জেতালেন রোনালদো

বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আল ফায়হাকের মুখোমুখি হয়েছিল আল নাসের। তবে পুরো ম্যাচে দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিলনা সউদী ক্লাবটি। হতাশাজনক ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে নাসেরের ত্রাতা হয়ে এলেন রোনালদো।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আল ফায়হাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখল রোনালদোর দল।


পুরো ম্যাচেই দাপট দেখালেও স্কোরশিটে নাম লেখাতে পারছিল না রোনালদোর দল। অবশেষে সেই গেরো ভাঙে ম্যাচের ৮১ মিনিটে। সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে কাছেই থাকা মার্সেলো ব্রজোভিচের পায়ে তুলে দিয়ে ভেতরে ঢুকে পড়েন রোনালদো। ব্রজোভিচের ফ্লিক করে পাঠানো বল প্রথম স্পর্শে ডান পায়ের ভলিতে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠান ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।


২০২৪ সালে এটি রোনালদোর প্রথম গোল। গত মাসে চীন সফরে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তার কারণে দেশটিতে নিজেদের দুটি প্রীতি ম্যাচ স্থগিত করে দেয় আল নাসর। চোটের রিয়াদ সিজন কাপে ইন্টার মায়ামির বিপক্ষেও মাঠে নামা হয়নি তার। প্রস্তুতিমূলক ওই টুর্নামেন্টে আল হিলালের বিপক্ষে খেলেছিলেন। তবে সেই ম্যাচে ২-০ গোলে হারে তার দল


বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৪৩৮টি ম্যাচ রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন রোনালদো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬, জুভেন্টাসের হয়ে ১৩৪, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ও আল নাসরের হয়ে ৫১ ম্যাচ খেলেছেন তিনি।