পিএসজির বিপক্ষে ঘরের মাঠে গত সপ্তাহের ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তনে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ব্রেস্ত। তবে বুধবার সে ধরনের কিছুর পুনরাবৃত্তি ঘটাতে পারেনি দলটি।
ফ্রেঞ্চ সুপার কাপের রাউন্ড অব সিক্সটিনে প্যারিসিয়ানদের বিপক্ষে হেরেছে ৩-১ ব্যবধানে।এই দিন মাঠে ফের আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপে।
প্রথমার্ধের ৩৪ তম মিনিটে এই ফরাসি তারকার গোলেই লিড নেয় পিএসজি,এর মিনিট তিনেক পর ব্যবধান দিগুণ করেন দানিলো পেরেরইরা।শেষ মুহূর্তে দলের বড় জয় নিশ্চিত করা গোলটি আসে পিএসসির পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোসের পা থেকে।
দুই গোল হজম করে প্রথামার্ধ শেষ করা ব্রেস্ত দ্বিতীয়ার্ধের ৬৪ তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ের আভাস দিয়েছিল। তবে একটু পরেই ফাউল করে দলের সেন্টার ব্যাক লিলিয়ান ব্রেসিয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে দলটি।১০ জনের ব্রেস্তের উপর আক্রমনও বাড়ায় পিএসজি।শেষদিকে আদায় করে নেয় গোলও।
লীগ ওয়ানে শীর্ষস্থানে থাকা লুইস এনরিকের দল এই জয়ে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল।শনিবার লীগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নামবে এমবাপেরা।
সূত্রঃ ইনকিলাব অনলাইন