হংকং একাদশকে উড়িয়ে দিল মেসির ইন্টার মায়ামি

ফুটবল দুনিয়া February 4, 2024 2,015
হংকং একাদশকে উড়িয়ে দিল মেসির ইন্টার মায়ামি

বৈশ্বিক ভ্রমণে অবশেষে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। হংকং একাদশকে উড়িয়ে দিয়েছে মেজর লিগ সকালের দলটি। তবে এই ম্যাচে খেলেননি দলের প্রধান দুই আকর্ষণ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।


হংকং স্টেডিয়ামে রোববারের প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। রবার্ট টেইলরের ৪০তম মিনিটের গোলে এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পর সমতা ফেরান হেনরি আনিয়ের। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।


ম্যাচজুড়ে ৭১ শতাংশ বলের দখল রাখা সফরকারী দলটি দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে ব্যবধান ৩-১ করে ফেলে। লসান কানেরি সান্ডারল্যান্ড ৫০তম মিনিটে দলকে এগিয়ে নেন। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান লিওনার্দো কাম্পানা। আর ৮৫তম মিনিটে রায়ান সেইলরের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।


এর আগে সউদি আরব সফরে নেইমারের দল আল হিলালের বিপক্ষে ৪-৩ গোলে ও ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে ৬-০ গোলে হেরেছিল মেসির দল। তবে চোটের কারণে ঐ দুই ম্যাচে খেলেননি নেইমার ও রোনালদো।


বৈশ্বিক সফরের অংশ হিসেবে আগামী বুধবার জাপানের দল ভিসেল কুবের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।