রোনালদোর আল নাসরের কাছে রীতিমত উড়ে গিয়েছে মেসির ইন্টার মায়ামি। দলের ভরা ডুবির মাঝে ম্যাচের ৮৩ তম মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তেমন কোনো চমক দেখাতে পারেননি তিনি। কেননা ততক্ষণে ইন্টার মায়ামি পিছিয়ে পড়েছিল ৬-০ গোলে।
এই ম্যাচে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো সেটি আগে থেকেই জানা গিয়েছিল। তবে তিনি না থাকলেও ম্যাচে আরেক আকর্ষণ হিসেবে থাকার কথা ছিল মেসির। তবে শুরুর একাদশে খেলানো হয়নি তাকে। শেষ পর্যন্ত ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন মেসি।
জানা যায় ম্যাচের দিন পুরোপুরি ফিট ছিলেন না লিওনেল মেসি। পেশির ব্যথায় অস্বস্তির কারণে শুরুর একাদশে তাকে না রাখার সিদ্ধান্ত নেয় ইন্টার মায়ামি। তবে শুরু থেকেই মাঠে বসে খেলা দেখেছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস বলে, আল-হিলালের বিপক্ষের ম্যাচের পর থেকেই পেশির অস্বস্তিতে ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা। যে কারণে শুরু থেকেই সতর্কতা হিসেবে তাকে ব্যবহার না করার সিদ্ধান্ত নেন টাটা মার্টিনো। আর তাই ম্যাচের শুরু থেকে বেঞ্চে বসেছিলেন মেসি।
এদিকে ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছেন আল-নাসরের ফুটবলাররা। স্ট্যান্ডে বসেই পুরো খেলা উপভোগ করেছেন মেসির চিরপ্রতিদ্বন্ধী ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যামেরার ফোকাস বারবার যেন তাকেই খুঁজে নিচ্ছিল। বিগ স্ক্রিনে যখন পর্তুগীজ তারকাকে দেখা যাচ্ছিল, মেসি উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিলেন নিজের রাইভালকে।
সূত্রঃ ক্রিফো