লিগ শিরোপার দৌড়ে জিরোনার সঙ্গে লড়াই চলছে রিয়াল মাদ্রিদের । চলতি মৌসুমে তারা যে লস ব্লাঙ্কোদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে । দিন চারেক আগে লিগ টেবিলের শীর্ষে চড়া কাতালান ক্লাবটিকে পেছনে ফেলে ফের সিংহাসন দখলে নিয়েছে রিয়াল।
২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৫৭, ফলে পয়েন্ট টেবিলে আবার শীর্ষে চলে এলো রিয়াল মাদ্রিদ । সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল মৌসুমের বিস্ময় জিরোনা। সমান ৪৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে।
শীর্ষস্থান পুনর্দখলের ম্যাচে গেতাফের বিপক্ষে পুরোপুরি আধিপত্য করে খেলেছে রিয়াল মাদ্রিদ। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৬টি শট নেয় তারা। যার ৯টিই ছিল গোলমুখে। বিপরীতে গেতাফের নেয়া ১০ শটের মাত্র ২টি ছিল গোলমুখে।
গেতাফের মাঠ কলিসিয়ামে লিডের জন্য রিয়ালকে খুব বেশি সময় অপেক্ষা করতে দেননি স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু। ম্যাচের ১৪তম মিনিটে ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে ছয় গজ বক্সের মুখে জোরালো হেডে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী হোসেলু। মাঝের ২৪ মিনিটে রিয়ালের আক্রমণে আর তেমন ধার দেখা যায়নি। ৩৯তম মিনিটে গোলমুখে হোসেলুর নিচু শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরতে পারতো গেতাফে। তবে দুর্ভাগ্যক্রমে ম্যাসন গ্রিনউডের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। ভিনিসিউসের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ছয় মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। তবে তার প্রচেষ্টা রুখে দেন গেতাফে গোলরক্ষক।
৬৯তম মিনিটে আবার সুযোগ পান ভিনিসিউস। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের দুজনকে ছিটকে ফেলে বক্সে ঢুকে পড়েন তিনি। তবে এক ডিফেন্ডারের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি, আটকে দেন গোলরক্ষক। চার মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন গেতাফের স্প্যানিশ ফরোয়ার্ড বোরহা মায়োরাল। তবে ওয়ান-অন-ওয়ানে বল পোস্টে মেরে দলকে হতাশ করেন তিনি।
শেষ পর্যন্ত কোনো দলই আর জালের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।