এশিয়ায় খেলতে আসছে আর্জেন্টিনা, সময়সূচি চূড়ান্ত

ফুটবল দুনিয়া January 30, 2024 5,526
এশিয়ায় খেলতে আসছে আর্জেন্টিনা, সময়সূচি চূড়ান্ত

অবশেষে আজ জানা গেল কারা হচ্ছে আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ। সেইসঙ্গে চূড়ান্ত হয়েছে ম্যাচের ভেন্যুও। পূর্বপরিকল্পনা অনুযায়ী, মার্চের ইন্টারন্যাশনাল উইন্ডোতে আর্জেন্টিনা আসবে এশিয়ান দেশ চীনে।


দেশটির ফুটবল উন্মাদনা এবং বাজারের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। যদিও চীনে এলেও এশিয়া মহাদেশের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে না লিওনেল মেসি এন্ড কোং।


নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন চীনে তারা দুই আফ্রিকার পরাশক্তি নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে খেলতে নামবে। হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ। আর বেইজিং এর ওয়ার্কাস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।


তবে কোন তারিখে খেলা হবে তা এখন নিশ্চিত না। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে যেকোন সময় এই দুই ম্যাচ হবে।


এছাড়া এই সফরে চীনের বিপক্ষেও একটি ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে চীনের। তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে এএফএ।


সূত্রঃ ঢাকা পোস্ট