নকল রোনালদো ঘুরছে চীনে, সামলাচ্ছেন সমর্থকদেরও

ফুটবল দুনিয়া January 30, 2024 2,212
নকল রোনালদো ঘুরছে চীনে, সামলাচ্ছেন সমর্থকদেরও

দুই ম্যাচ খেলতে চীন সফরের কথা ছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরের। তবে রোনালদোর চোটের জন্য চীন সফর আপাতত স্থগিত করেছে সৌদি আরবের ক্লাবটির কর্তৃপক্ষ। সফর বাতিল হওয়ার জন্য চিনের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো । তবু এবার হাতের নাগালে ‘সিআর সেভেনকে’ পেয়ে গেলেন চীনের দেশের ফুটবলপ্রেমীরা।


চীনে নাকি সব কিছুরই নকল তৈরি করে ফেলতে পারে। এশিয়ার এই দেশটি নিয়ে এমনও কথা প্রচলিত রয়েছে যে তারা মোবাইল, টেলিভিশন, ঘড়ি, চাল, ডিমের মতো অনেক কিছুই হুবাহু তৈরি করে ফেলতে পারে। এবার দেশটিতে দেখা মিলল নকল ক্রিশ্চিয়ানো রোনালদোর।


পর্তুগীজ সুপাস্টারকে সামনে পেয়ে অনেকেই অটোগ্রাফ নিলো। কেউ কেউ তার পাশে দাঁড়িয়ে ছবিও তুললো। আল নাসেরের জার্সি পরে রোনালদোরও হাসি মুখে ভক্তদের সব আবদার মেটালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তেমন একটা ভিডিও।


কিন্তু চীনের রাস্তায় এভাবে একা কেন ঘুরছেন তিনি! পর্তুগাল অধিনায়কের নিরাপত্তার জন্য নেই কোনও নিরাপত্তাকর্মীও। ব্যাপারটা আসলে তা নয়। আসল রোনালদো আসলে আসেননি চীনে। যাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা, তিনি নকল। দেখতে অবিকল পর্তুগিজ স্ট্রাইকারের মতো। সাজপোশাকও তার মতো।


নকল রোনালদোকে নিয়েই মেতেছেন চীনের ফুটবলপ্রেমীরা। এক ফুটবলপ্রেমী বলেছেন, ‘আমরা আসল রোনালদোর খেলা দেখতে পেলাম না। এটা হতাশার। তবে এটা নিশ্চিত ভাবে দারুণ ব্যাপার। অবিশ্বাস্য হলেও নকল রোনালদোকে হুবহু আসলের মতোই দেখতে।’ আর এক জন বলেছেন, ‘আমরা রোনালদোকে ভালবাসি। তাই নকল রোনালদোও এড়িয়ে যেতে পারিনি।’