ভিএআরের ভুলে ৩৫ দিন পর ফের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

ফুটবল দুনিয়া January 28, 2024 1,515
ভিএআরের ভুলে ৩৫ দিন পর ফের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

ত্রুটি-বিচ্যুতি কমানোর জন্য ফুটবলে ভিএআরের প্রচলন করেছিল ফিফা। যেন রেফারিদের চাপ কমে। প্রথম দিকে এর জনপ্রিয়তা, কার্যকারিতা দেখা গেলেও দিনকে দিন এর প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছেন ফুটবলার, কোচরা। এ নিয়ে ক্ষোভ, উষ্মা, অভিযোগ উঠছে অহরহ।


এবার সেই ভিএআরে ভুল ধরা পড়েছে। তাই ম্যাচ হওয়ার ৩৫ দিন গত হওয়ার পর পুনরায় সেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। বিষয়টি অবাক হওয়ার মতো হলেও ঘটনাটি সত্য। এমন ঘটনা ঘটেছে বেলজিয়ান প্রো লিগে। বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।


গত বছরের ২৩ ডিসেম্বরে বেলজিয়ান প্রো লিগে আন্ডারলেখটের বিপক্ষে মুখোমুখি হয়েছিল হেঙ্ক এফসি। যেখানে ২-১ গোলে ম্যাচ হারে হেঙ্ক। এরপর ওই ম্যাচের পেনাল্টি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করে ক্লাবটি। সেই আবেদন খতিয়ে দেখার পর ভিএআর এ ভুল ধরা পড়ে।


এতে বেলজিয়ামের পেশাদার ফুটবলের ডিসিপ্লিনারি কাউন্সিল ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটিতে হেঙ্কের ব্রায়ান হেইনেনের নেয়া পেনাল্টি গোলরক্ষক রুখে দেয়ার পর ইরা সোর ফিরতি শটে গোল করেন। কিন্তু ভিএআর দেখে সোর পেনাল্টি অঞ্চলের ভেতরের দিকে ছিলেন বলে গোল বাতিল করেন রেফারি।


ম্যাচ শেষে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে হেঙ্ক। রিপ্লেতে দেখা যায় স্পট কিক নেয়ার সময় আন্ডারলেখটের দুজন খেলোয়াড় ডি বক্সের ভেতরে ছিলেন। ফলে বেলজিয়ামের ডিসিপ্লিনারি কাউন্সিল ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেঙ্ক।


এই মুহূর্তে বেলজিয়ান লিগের পয়েন্ট টেবিলে হেঙ্ক পঞ্চম স্থানে রয়েছে। রেকর্ড ৩৪ বারের লিগ চ্যাম্পিয়ন আন্ডারলেখট আছে দ্বিতীয় স্থানে। ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত হলেও কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।


সূত্রঃ বিডিনিউজ২৪