চীন সফর বাতিল নাসেরের, দুঃখ প্রকাশ রোনালদোর

ফুটবল দুনিয়া January 24, 2024 656
চীন সফর বাতিল নাসেরের, দুঃখ প্রকাশ রোনালদোর

২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড মূল্যে ইউরোপ ছেড়ে মরুর বুকে পারি জমিয়েছেন ক্রস্টিয়ানো রোনালদো । সৌদি প্রো লিগের আল নাসরের জার্সিতে খেলছেন তিনি । শুরুতে ক্লাবটির হয়ে অম্ল-মধুর সময় কাটালেও এখন রীতিমতো উড়ছেন। বিদায়ী বছরের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন সিআর সেভেন । যার স্বীকৃতিও পেয়েছেন এ পর্তুগিজ তারকা।


এদিকে প্রীতি ম্যাচ খেলতে চীনে যাওয়ার কথা ছিল আল নাসরের। আগামী ২৪ ও ২৮ জানুয়ারি ম্যাচ খেলার কথা ছিল দলটির। ঐ সফরের মূল আকর্ষণ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তিনি ইনজুরিতে পড়েছেন। যে কারণে সফরটি বাতিল করেছে আল নাসর।


চীন সফর বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছে আল নাসর কর্তৃপক্ষ। রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছে, তারা দ্রুততম সময়ে পুনরায় ম্যাচটি আয়োজন করার চেষ্টা করবেন।


রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সিআর সেভেন বলেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’