আগামী ১৩ ফেব্রুয়ারী পাকিস্তান সুপার লীগের ম্যাচ দিয়ে আবারো শুরু হবে ক্রিকেটারদের ব্যস্ততা৷ দেশী-বিদেশী তারকায় ঠাসা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিগত আসরের মতো এবারও ক্রিকেট অঙ্গণে উত্তেজনা ছড়াতে যাচ্ছে৷ এরই মধ্যে ফ্রাঞ্জাইজি দলগুলো চূড়ান্ত করেছে তাদের স্কোয়াড৷ শেষবারের মতো চলছে দলগুলোতে ঘঁষামাজা৷
পিএসএলকে সামনে রেখে বসে নেই পিসিবিও৷ পিএসএলের নবম আসরের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় মূল্যের প্রাইজমানি৷ ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ১২০ মিলিয়ন পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। অন্যদিকে রানার্স-আপ দলের পকেটে যাবে ৪৮ মিলিয়ন পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৮৬ লাখ টাকা।
চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও অন্যান্য খাতেও রয়েছে আকর্ষণীয় প্রাইজমানি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে ৪ মিলিয়ন রুপি, সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী ও উইকেট কিপার পাবে ৫ মিলিয়ন রুপি করে৷ এছাড়া টুর্নামেন্ট সেরা ইমার্জিং খেলোয়াড়ের জন্য রয়েছে ৪ মিলিয়ন রুপির পুরষ্কার৷
আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতান স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএলের নবম আসর৷ দিনের অপর ম্যাচে করাচি স্টেডিয়ামে মুখোমুখি হবে করাচি কিংস ও পেশোয়ার জালমি। পিএসএলের ইতিহাসে প্রথম বারের মতো একই দিনে দুটি ভিন্ন ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে৷ বিগত আসরগুলোতে একই ভেন্যুতে দুটি ম্যাচ হওয়ার প্রচলণ ছিল।
আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতানে শুরু হওয়া লিগ পর্বের লড়াই শেষ হবে ১২ মার্চ। ১৫, ১৬ ও ১৭ মার্চ প্লে-অফের ম্যাচ শেষে ১৯ মার্চ ফাইনাল গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে৷
পিএসএলের ট্রফিটি ২৪ ক্যারেট সুপারনোভা ট্রফি হিসেবে পরিচিত। ট্রফিতে পাকিস্তান জাতীয় দলের মূলমন্ত্র, শৈল্পিকতা, স্বীকৃতি ও সম্মান ফুটিয়ে তোলা হয়েছে। ট্রফির তিনটি পিলারে রয়েছে ৯ হাজার ৯০৭টি জ্বলজ্বলে জিরকন পাথর। পাকিস্তানের জাতীয় দলের লক্ষ্য, শক্তি ও একতার প্রতিনিধিত্ব করে পাথরগুলো।