আল-নাসর ও পর্তুগালের হয়ে ২০২৩ সালটা দারুণ কেটেছে ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর । গোলদাতার তালিকায় শীর্ষে থেকে বছর শেষ করেন এই পর্তুগিজ তারকা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো। সেই অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে সৌদি প্রো লিগকে বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলে মন্তব্য করেন রোনালদো
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, বিশাল বাজেটের সউদী পেশাদার লিগ ইতোমধ্যেই ফ্রান্সের শীর্ষ বিভাগ লিগ ওয়ানের থেকে উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হিসেবে প্রমাণিত হয়েছে। দুবাইয়ে গ্লোবার সকার এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে পর্তুগিজ মহাতারকা রোনালদো জেতেন মোট তিনটি পুরস্কার- সেরা গোলস্কোরারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং ফ্যানস ফেভারিট বর্ষসেরা খেলোয়াড়। এক বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সউদী প্রো লিগের দল আল-নাসরে যোগ দেন রোনালদো।
সউদী পেশাদার লিগের মান কোন পর্যায়ে রয়েছে এই প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘সত্যি বলতে কি আমি মনে করি ফরাসি লিগের থেকেও সউদী লিগ এখন এগিয়ে গেছে। এটা একান্তই আমার নিজস্ব মতামত। ফরাসি লিগে দুই থেকে তিনটি দল ভাল মানের ফুটবল খেলে। কিন্তু সউদীতে আমার কাছে মনে হচ্ছে, প্রতিযোগিতা বেশী। এনিয়ে দ্বিমত থাকতে পারে। আমি এখানে এক বছর ধরে খেলছি, সে কারনেই আমি এখানকার মান সম্পর্কে জানি। সবকিছু জেনেই আমি এই মন্তব্য করছি। এখনো এই লিগে উন্নতির অনেক জায়গা আছে।’
এছাড়াও নিজের পারফরম্যান্স নিয়ে রোনালদো বলেন, ‘এই মৌসুমে আমি সর্বোচ্চ গোলস্কোরার। একবার ভেবে দেখুন, হলান্ডের মতো তরুণদের হারাতে পেরেছি। আমি গর্বিত এবং দ্রুতই ৩৯-এ পা রাখব। লোকে যখন আমার সমালোচনা করে, কিন্তু আমি সফল হই এটা ভালো লাগে। সমালোচনা আমাকে প্রভাবিত করে না।’