ইন্টার মায়ামিকে জেতাতে পারলেন না মেসি-সুয়ারেজ

ফুটবল দুনিয়া January 20, 2024 5,526
ইন্টার মায়ামিকে জেতাতে পারলেন না মেসি-সুয়ারেজ

মেসি-সুয়ারেজ জুটিতেও মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচটা জিততে পারল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নতুন মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচই খেলবে মায়ামি। যার প্রথমটি ছিল আজ বাংলাদেশ সময় সকালে। মায়ামি ও এল সালভাদোরের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।


মেসি এর আগে শেষ মাঠে নেমেছিলেন গত বছরের ২২ নভেম্বর, ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার জার্সিতে ব্রাজিলের বিপক্ষে। আর যদি শুধু ইন্টার মায়ামির হিসাব করা হলে, ১০১ দিন পর খেললেন মেসি মায়ামির জার্সিতে।


এল সালভাদর ফিফা র‌্যাংকিংয়ে ৭৮ নম্বরে। তবে মেসি-সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামির চেয়ে পিছিয়ে থাকবে এমন ধারণাই ছিল ফুটবল বিশ্লেষকদের। তবে ম্যাচে গোলমুখে শট বেশি নিয়েছে সালভাদর। তাদের ১০ শটের দুটি ছিল লক্ষ্যে। মায়ামির ৬ শটের তিনটি ছিল লক্ষ্যে। তবে বল পজিশন বা পাস দেওয়ায় এগিয়ে ছিল মায়ামি।


মেসি-সুয়ারেজ-জর্দি আলবা-বুসকেটস চার জনই ছিলেন ম্যাচের শুরুর একাদশে। কোচ জেরার্দো মার্তিনো এদিন দলকে খেলান ৫-৩-২ ফরমেশনে। ফরোয়ার্ড লাইনে ছিল মেসি-সুয়ারেজ জুটি। তবে চারজনই খেলেছেন ম্যাচের প্রথমার্ধ।


সালভাদরের মাঠে মেসির পায়ে বল গেলেই উল্লাস করছিলেন সমর্থকরা। মেসি প্রথমার্ধে দুটি সুযোগ পান গোলের। ৩৫ মিনিটে মেসির নেওয়া শট সালভাদর গোলকিপার মারিও গনজালেজ রুখে দেন। প্রথমার্ধের বিরতির আগে মেসির ফ্রি-কিক ডিফেন্ডারদের গায়ে লাগে। সুয়ারেজ বল পায়ে দক্ষতা দেখালেও কোন শট গোলে পরিণত করতে পারেননি।


মেসি ও সুয়াজেরকে এর আগে ২০২০ সালের আগস্টে একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল। এর আগে বার্সায় দুজন একসঙ্গে সব মিলিয়ে খেলেছিলেন ২৫৮ ম্যাচ। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে মাঠে নেমে আজ গোল করতে পারেননি কেউ।