এবারের আফ্রিকান নেশন্স কাপের প্রাইজমানি কত ?

ফুটবল দুনিয়া January 18, 2024 4,030
এবারের আফ্রিকান নেশন্স কাপের প্রাইজমানি কত ?

২৪ দলের অংশগ্রহণে ‘আফ্রিকার বিশ্বকাপ’ খ্যাত আফ্রিকান কাপ অব নেশন্স শুরু হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের ৫টি শহরে । টুর্নামেন্টের ১২টি ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে ৷ স্বাগতিক আইভরিকোষ্ট, সেনেগাল, মরক্কো নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও ড্র করে পয়েন্ট খুইয়েছে মিসর, ক্যামেরুণ ও আলজেরিয়ার মতো শিরোপা প্রত্যাশী দলগুলো।


চলতি আসরে কোন গ্রুপে কারা খেলছে?


আইভরি কোষ্টের ৫টি শহরের ৬ ভেন্যুতে ২৪ দলের অংশগ্রহনে বসেছে টুর্নামেন্টের ৩৪তম আসর৷


গ্রুপ-এ– আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইকোয়েটোরিয়াল গিনি এবং গিনি বিসাও।


গ্রুপ-বি– মিসর, ঘানা, কেপভার্দে এবং মোজাম্বিক।


গ্রুপ-সি– সেনেগাল, ক্যামেরুন, গিনি এবং গাম্বিয়া৷


গ্রুপ-ডি– আলজেরিয়া, বুরকিনা ফাসো, মৌরাতানিয়া এবং এঙ্গোলা।


গ্রুপ-ই– তিওনিশিয়া, মালি, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া।


গ্রুপ এফ– মরক্কো, কঙ্গো প্রজাতন্ত্র, জাম্বিয়া এবং তাঞ্জানিয়া।


চলতি আসরের প্রাইজমানি কত?


আইভরিকোস্টে হতে যাওয়া চলতি আসরে নেশন্স কাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড সাত মিলিয়ন ডলার। যা গত আসরে ক্যামেরুণে হওয়া টুর্নামেন্টের চেয়ে ২ মিলিয়ন বেশি। ২০২১ সালের সেই আসরে চ্যাম্পিয়ন সেনেগাল পেয়েছিল ৫ মিলিয়ন ডলার৷ অন্যদিকে রানার্সআপ হওয়া মিশর পেয়েছিল ২.৭৫ মিলিয়ন ডলার৷ তবে এবারের আসরে রানার্সআপ দল পাবে গত ৪ মিলিয়ন ডলার।


এছাড়া সেমিফাইনালে পরাজিত দল প্রত্যেকে পাবে ২.৫ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালের প্রত্যেক দল পাবে ১.৩ মিলিয়ন ডলার করে।


সর্বোপরি দুই বছর আগে ক্যামেরুণে হওয়া সর্বশেষ আসরে সেনেগাল যা পেয়েছিল তার থেকে ৪০ শতাংশ বেশী প্রাইজমানি থাকছে এবারের আসরে। গত আসরের চ্যাম্পিয়ন ছিল সাদিও মানের সেনেগাল ।