গুঞ্জন ছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে ঝামেলার জেরে নিজের পদ থেকে সরে যেতে চান বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি। আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্বস্তির খবরই হচ্ছে লিওনেল স্কালোনি অন্তত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন।
আগামী ২০ জুন থেকে শুরু হবে এবারের কোপা আমেরিকার আসর। কোপা আমেরিকার আগেও ব্যস্ত সূচি রয়েছে আর্জেন্টিনার। চীনের পাশাপাশি একটি ইউরোপিয়ান দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কোপা আমেরিকা এবং আসন্ন ম্যাচসমূহ নিয়ে কথা বলতে স্কালোনির সঙ্গে আলোচনায় বসেছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে বৈঠক শেষে জানা গেছে, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকবেন স্কালোনি। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। ২০২১ সালে দলটিকে কোপা আমেরিকা জেতান তিনি। এরপর তার হাত ধরেই ২০২২ সালে বিশ্বকাপজয়ের স্বাদ পায় মেসি-মার্টিনেজরা।