

বর্ণবাদ নিয়ে সবাইকে সচেতন করতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে স্পেন। রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৬ মার্চ ম্যাচটিতে মুখোমুখি হবে দুই দল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এ খবরটি নিশ্চিত করেছে ।
অবশ্য ম্যাচটির ঘোষণা গত বছরই দিয়েছে স্পেন ও ব্রাজিলের ফুটবল ফেডারেশন। গত কয়েক মৌসুমে লা লিগায় কয়েকটি মাঠে বর্ণবাদের শিকার হন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। গত ২১ মে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় গ্যালারি থেকে দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন এই ব্রাজিল তারকা। এতে দ্বিতীয়ার্ধে ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। রেফারি তাঁর ম্যাচ রিপোর্টে জানিয়েছিলেন, ভিনিসিয়ুসকে লক্ষ্য করে গ্যালারি থেকে ‘বানর’ বলে গালি দেওয়া হয়েছে।
২৩ বছর বয়সী ভিনিসিয়ুস সেই ঘটনার পর প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলেছিলেন, ‘ব্রাজিলে এখন স্পেনকে সবাই বর্ণবাদীদের দেশ বলেই জানে।’ সেই ঘটনায় দোষী প্রমাণিত সমর্থকেরা স্টেডিয়ামে না ঢোকার নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার শাস্তিও পেয়েছেন।
ভিনিসিউসের ঘটনার পর স্প্যানিশ ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের উদ্যোগে শুরু হয় প্রচারণা, যেটির মূল স্লোগান ‘বর্ণবাদীরা ফুটবল ছেড়ে যাও।’ সেই প্রচারণা ও সচেতনতার অংশ হিসেবে আয়োজিত হবে এই ম্যাচ।
ম্যাচটি নতুন বছরে স্পেন জাতীয় দলের প্রথম ম্যাচ হলেও ব্রাজিলের জন্য দ্বিতীয়। কারণ তারা ২৩ মার্চ মুখোমুখি হবে ইংল্যান্ডের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিছুদিন আগেই দরিভাল জুনিয়রকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
প্রায় ১১ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও স্পেন। সবশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের জুনে, কনফেডারেশন্স কাপের ফাইনালে। রিও দে জেনেরিওতে সেই ম্যাচে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
সব মিলিয়ে দল দুটির দশম লড়াই হতে যাচ্ছে এটি। আগের ৯ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৫টিতে। স্পেনের জয় ২টি, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।









