গত সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় রিয়াল মাদ্রিদের। তবে এবার সেই বার্সা পাত্তাই পেল না লস ব্লাঙ্কোরা কাছে। রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে কাতালানদের ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এমন এক হারের পর হতাশ জাভি হার্নান্দেস। নিজেদের পারফরম্যান্সের জন্য চাইলেন ক্ষমা।
পুরো ম্যাচেই বার্সেলোনার ডিফেন্স ছিল ছন্নছাড়া। বারবার বিপদ ছড়িয়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগো, জুড বেলিংহামরা। বার্সেলোনার আক্রমণেও ছিল না ধার। ম্যাচ শেষে অসহায়ত্বই ফুটে উঠল জাভির কন্ঠে। ‘এটা হতাশাজনক। অনেক আশা নিয়ে ফাইনালে এসেছিলাম এবং আমরা আমাদের নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটা উপহার দিয়েছি। ভক্তদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লড়াই করতে পারিনি। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আজ আমরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম এবং এজন্য একটি ট্রফি হাতছাড়া হয়েছে। দায়টা আমার।’
এমন পারফরম্যান্সের পর ইতিবাচক থাকা কঠিনই। তবে জাভির আশা, এই ধাক্কা দ্রুতই সামলে নেবে তার দল। ‘ম্যাচে আমরা একেবারেই স্বস্তিতে ছিলাম না। কাউন্টার এবং ট্রানজিশনে মাদ্রিদ আমাদের অনেক ভুগিয়েছে। এটাই ফুটবল এবং আজ আমাদের খেলাটির হতাশাজনক দিকটি মোকাবেলা করতে হবে। বার্সা ঘুরে দাঁড়াবে।’
মৌসুমের অন্যতম বাজে ম্যাচ খেলেছি আমরা। আমরা যেভাবে খেলেছি সেটা বার্সেলোনার প্রতিচ্ছবি নয়। বিশেষ করে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। তবে ফুটবল এমনই এবং এসবে সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাভি,‘প্রতিটি জায়গায় আমাদের দুর্বলতা ছিল এবং সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে। ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’
সূত্রঃ ঢাকা মেইল