স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা হ্যাটট্রিক করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলে জিতে সুপারকোপা চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। মাঠে কাতালানরা সেভাবে লড়াই করতে পারেনি।
ম্যাচের শেষ দিকে ভিনিসিয়াসের সঙ্গে বার্সা লামিন ইয়ামাল, সের্গিও রর্বাতোদের তর্কে জড়াতে দেখা যায়। সেখানে এক পর্যায়ে ভিনি আঙুল নির্দেশ করে ৪-১ গোল খাইয়ে দেওয়ার ইঙ্গিত করেন।
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ভিনিসিয়াস বলেছেন, ‘ভিনি এটা করেছে, ভিনি ওটা করেছে। এসব বলে সবাই আমার সঙ্গে লাগতে চাই। বিষয়টি আমাকে কষ্ট দেয়। আমি শান্ত থাকতে চাই, যতটা সম্ভব ভালো করতে মুখিয়ে থাকি। কিন্তু (তর্কের) সব দায় তো আমার নয়। আবার আমিও সাধু নই।’
ভিনিসিয়াস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, তিনি অনেক সময় কথা বেশি বলে ফেলেন। বিনা প্রয়োজনে অনেক সময় ড্রিবলিং করেন। তবে তিনি যতটা সম্ভব ফোকাস থেকে ভালো ফুটবল খেলতে চান ও শিশুদের জন্য আদর্শ চরিত্র হতে চান।
বার্সার বিপক্ষে প্রথম দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউউ...’ উদযাপন করেন ভিনি। ওই উদযাপনের ব্যাখ্যা দিয়ে রিয়াল উইঙ্গার বলেছেন, ‘উদযাপনটা ছিল ক্রিসের (ক্রিস্টিয়ানো রোনালদো) জন্য। তিনি আমার আদর্শ এবং এখন তিনি সৌদির এই মাঠে খেলছেন। আমরা আজ যা করেছি তা নিয়ে খুব খুশি। বার্সার বিপক্ষে ৪-১ গোলে জেতা সহজ কাজ নয়।’
সূত্রঃ সমকাল অনলাইন