সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। একের পর এক ইনজুরিতে জর্জরিত স্প্যানিশ জায়ান্টরা। নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। যে কারণে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে আক্রমণ ভাগের এই ফুটবলারকে। এবার সেই তালিকা যোগ হলেন জোয়াও কানসেলো।
ইনজুরি সমস্যা থাকলেও জোয়াও কানসেলোকে স্প্যানিশ সুপার কাপের জন্য দলের সাথে নিয়ে এসেছিলেন জাভি হার্নান্দেস। তবে বার্সেলোনা কোচের আশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রায় শেষই। কারণ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালেও পর্তুগিজ ডিফেন্ডারকে পাওয়া যাবে না বলেই জানা যায় ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে।
চলতি মাসের শুরুতে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে ইনজুরির শিকার হন কানসেলো। ১১তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। তখনই বলা হয়েছিল, ২-৩ সপ্তাহ লেগে যেতে পারে ফিরতে। এরপরও ফাইনালে পৌঁছালে খেলতে পারেন, এই সম্ভাবনায় কানসেলোকে স্কোয়াডে রেখেছিলেন জাভি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসছে এল ক্লাসিকো মিস করতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলার।
আর সেটা সত্যি হলে হয়ত ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতা সেমিফাইনালের একাদশই মাঠে নামাবেন জাভি। মিডফিল্ডে সের্হি রবের্তোর জায়গায় কেবল আসতে পারেন পেদ্রি। কাল রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। অন্য সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। ২৫ বার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে ১৪ বার শিরোপা জিতেছে ব্লাউগ্রানারা। রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা ১২।
সূত্রঃ ঢাকা মেইল