বিরাট কোহলি দেশের সীমানা পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের মনে। জনপ্রিয়তায় দেশি-বিদেশি অনেক তারকাকেই ছাড়িয়ে গেছেন তিনি। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সবথেকে বেশি সার্চ করা ব্যক্তিদের তালিকায় এসেছিল তাঁর নাম। অথচ এই কোহলিকেই নাকি চেনেন না রোনালদো!
না, ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলছি না। বলছি ব্রাজিলের রোনালদোর কথা, রোনালদো নাজারিওর কথা। ফুটবল ভক্তদের কাছে যিনি দ্য ফেনেমেনা হিসেবেই পরিচিত। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে জনপ্রিয় এক ইউটিউবারের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিডের একটি ভিডিওতে দেখা যায়, স্পিড রোনালদোকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কি বিরাট কোহলিকে চেনো?’ উত্তরে প্রথমে রোনালদো বলেন, ‘কে?’
এরপর স্পিড ফের প্রশ্ন করেন, ‘ভারতের বিরাট কোহলি?’ এবারও না সূচক উত্তরই দেন দ্য ফেনোমেনা। এরপর স্পিড বলেন, ‘তুমি কোহলিকে চেনো না?’ এবার উত্তরে রোনালদো বলেন, ‘সে কে?’ সে কি কোনো খেলোয়াড়?’ স্পিড বলেন, ‘সে একজন ক্রিকেটার।’ রোনালদো তখন বলেন, ‘সে এখানে খুব একটা জনপ্রিয় নয়।’
এরপর স্পিড কোহলির ছবি দেখিয়ে বলেন, ‘সে সেরা একজন ক্রিকেটার, এমনকি বাবর আজমের থেকেও সেরা সে, তুমি তাকে কখনোই দেখোনি?’ এদিকে ছবি দেখার পর কোহলিকে চেনেন বলেই সায় দেন রোনালদো। স্পিডের সঙ্গে রোনালদোর এই ভিডিওটি অল্প সময়েই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সূত্রঃ ঢাকা মেইল