দ্বিতীয় বিভাগের দলের কাছে হারের লজ্জা পেল চেলসি

ফুটবল দুনিয়া January 10, 2024 779
দ্বিতীয় বিভাগের দলের কাছে হারের লজ্জা পেল চেলসি

লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিতের প্রথম লেগে দুর্বল প্রতিপক্ষ মিডলসবরোর কাছেই হারের স্বাদ নিতে হয়েছে মরিসিও পচেত্তিনোর দলকে। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে স্টামফোর্ড ব্রিজের দল হেরেছে ১-০ গোলের ব্যবধানে।


মিডুলসবোরোর রিভারসাইড পার্ক স্টেডিয়ামে খেলতে নেমে কাল একের পর এক সুযোগ নষ্ট করেছে চেলসি। ওদিকে ম্যাচের ৩৭ মিনিটে দ্বিতীয় বিভাগের মিডলসবোরো এগিয়ে যায় হেইডেন হ্যাকনির গোলে।


চেলসির হয়ে কাল প্রথমার্ধেই দারুণ দুইটি সুযোগ নষ্ট করেছেন কোল পামার। পুরো ম্যাচে ১৮টি শট নিয়ে পচেত্তিনোর শিষ্যরা লক্ষ্যে রাখতে পেড়েছে মাত্র ৫টি। অন্যদিকে ঘরের মাঠে বড় দলের বিপক্ষে ৬টি শট নিয়ে মিডলসবরো লক্ষ্যে রেখেছে ২টি।


ম্যাচের ৭২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখলেও কাল গোলের দেখা পায়নি চেলসি। পামারদের সুযোগ নষ্টের পাশাপাশি এর কৃতিত্ব দিতে হবে মিডলসবরোর গোলরক্ষক টম গ্লোভারকেও। তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সে বেশ কয়েকবার গোল বঞ্চিত হয়েছে ব্লুজরা।


এদিকে দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে চেলসি কোচ পচেত্তিনো বলেন, ‘আমরা প্রথমার্ধে কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। তারা আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনো হাতে ৯০ মিনিট আছে।’


সূত্রঃ ঢাকা মেইল