লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

ফুটবল দুনিয়া January 8, 2024 798
লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম এবং ফুলহ্যামের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর আর্সেনাল এবার তৃতীয় হারের স্বাদ পেল এফএ কাপের ম্যাচে। বড়দিনের আগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ড্র করা গানাররা এবার আর পারল না। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হল মাইকেল আর্তেতার দলকে।


বড়দিনের আগে একবার লিভারপুলের মুখোমুখি হয়েছিল আর্তেতার শিষ্যরা। অল রেডদের ঘরের মাঠে সেই ম্যাচটি জিততে না পারলেও পয়েন্ট ভাগাভাগি করেছিল আর্সেনাল। তবে হারের চক্রে পরে থাকা গানাররা এবার পরাজিত হল নিজেদের দোষেই। ম্যাচের শেষদিকে লিভারপুলের এগিয়ে যাওয়া গোলটি যে এসেছে আর্সেনাল ডিফেন্ডার ইয়াকুব কিভিওর পা থেকেই।


ঘরের মাঠ এমিরেটসে খেলতে নেমে এদিন শুরু থেকেই দাপুটে ফুটবলই খেলেছে আর্তেতার শিষ্যরা। একের পর এক আক্রমণ শাণিয়ে ব্যস্ত রেখেছে অলরেডদের রক্ষণ। আর্সেনাল মোট ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছিল মোট পাঁচটি।


তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর্সেনাল। উল্টো ম্যাচের ৮০ মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেয়া ফ্রি কিক ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন গানারদের ডিফেন্ডার কিভিওর।


শেষদিকে গোল খেয়ে সমতার ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ফলে রক্ষণের ফুটবলাররাও কিছুটা উপরে ওঠেই খেলতে শুরু করে। এই সুযোগে ম্যাচের যোগ করা সময়ে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন লুইজ দিয়াজ। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে আর্তেতার শিষ্যরা।


সূত্রঃ ঢাকা মেইল